বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আলমডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের মতবিনিময় 

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

আলমডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের মতবিনিময় 

জামায়েত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার  রাতে হ্যামলেট ক্যাফেতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর দারুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাড. রুহুল আমীন। 

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সকল নেতা-কর্মী মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, দখলদারমুক্ত, টেন্ডারবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, গ্রুপিং মুক্ত। জামায়াতের মূল শক্তি আল্লাহর উপর ভরসা, ধৈর্য্য এবং দলীয় শৃঙ্খলা।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি- অ্যাড. আসাদুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমীর মাহের আলী, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, তরিকুল ইসলাম, উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, পৌর শাখা ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামান।

জি এ শাখার আমীর আব্বাস উদ্দিনের উপস্থাপনায় সাংবাদিকদের মধ্যে প্রশ্ন করেন রহমান মুকুল ও ফিরোজ ইফতেখার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা আব্দুল্লাহ আল মামুন,  উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, আব্দুল্লাহ হক, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সোহেল হুদা প্রমুখ। মতবিনিময় শেষে সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

টিএইচ